উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ দুষ্কৃতকারী আটক - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২১-১০-২৯ ১২:২১:৫৮

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ দুষ্কৃতকারী আটক

কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিশেষ অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ ৫ রোহিঙ্গ সন্ত্রাসীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ১৪ এপিবিএন পুলিশের একটি টিম উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ই/৭ বøকের খালের পাড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জন ও ৮ নম্বর ক্যাম্প থেকে অপর একজনসহ মোট ৫ জনকে আটক করা হয়।

এনিয়ে ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিকেলে দেয়া এক প্রেস রিলিজ এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত দুই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ধৃতদের মধ্যে ডাকাতি প্রস্তুতি মামলার এজাহার নামীয় এক আসামীও রয়েছে। তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে মোহাম্মদ ইউসা (৩৫), মো. জামাল হোসেন (২২), সৈয়দ নুর (২৬), সালেহ আহমদ (২৭) ও আব্দুল হাই (৪০)। এসময় তাদের কাছ থেকে দা, ছুরি ও লাঠি উদ্ধার করা হয়।

আরো সংবাদ