কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-১০-২৩ ১৬:২৫:৪৯

কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

কক্সবাজার : ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবেলায় কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) রাত ৭টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। ৯টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। ৮৫টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। সকল কর্মকর্তা কর্মচারিদের ছুটিও বাতিল করা হয়েছে।

জেলার ১০ হাজারেরও বেশী স্বেচ্ছাসেবক কাজ করবে। এ ছাড়াও উপকূলীয় এলাকার মানুষরা যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি জেলার ৮ টি উপজেলার নির্বাহী কর্মকতাদের স্ব স্ব উপজেলায় শুকনো খাবার মজুদ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কক্সবাজারের সবকটি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে সমুূদ্র উত্তাল রয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরো সংবাদ