কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের জাতীয় শোক দিবস পালন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৮-১৫ ১৩:১৬:২২

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের জাতীয় শোক দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্ব সহকারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করেন। আজ  ১৫ আগষ্ট সকাল ৮.০০টায় ইউনিট ভবনের সামনে জাতীয় পতাকা, শোক পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করা হয়। পতাকা উত্তোলন শেষে ইউনিট সেক্রেটারীর নেতৃত্বে ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিটের কর্মকর্তা, কর্মচারী ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ কালো ব্যাচ ধারণ করে সামাজিক দুরত্ব বজায় রেখে শোক র‌্যালীর মধ্যদিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এরপরে ইউনিট ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শেষ হয়। জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনে ইউনিট সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল, সোসাইটির উপ-পরিচালক ও এমআরআরও প্রকল্পের ইনচার্জ আফছার সিদ্দিকি, ইউনিট অফিসার আজরু উদ্দিন সাফ্দার, সোসাইটির কর্মকর্তা কেরামত আলী, জহিরুল ইসলামসহ ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ