নাফনদীতে কাঠ বোঝাই ট্রলারে আইস পাচার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৩-১০ ০৮:১৭:১৯

নাফনদীতে কাঠ বোঝাই ট্রলারে আইস পাচার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে কাঠ বোঝাই ট্রলার থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টার মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

এসময় মিয়ানমারের ৬ নাগরিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গর্জন কাঠ বোঝাই ট্রলারটিও।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, বুধবার রাতে বিজিবির একটি টহল দল নাফনদী মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে দেখে চ্যালেঞ্জ করে এবং থামার সংকেত দেয়।

বিজিবির সংকেত পেয়ে ট্রলারটি গতি না থামিয়ে আরও বাড়িয়ে দেয়। এসময় স্পীড বোট নিয়ে ধাওয়া করে ট্রলারটি ঘেরাও করে আটক করতে সক্ষম হয়।
এসময় ট্রলারের পাটাতনের ভেতরে লুকায়িত অবস্থায় আইস উদ্ধার করা হয়। আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার ফকতু আইরাই গ্রামের মৃত মুজিবুল্লাহর ছেলে মো. ইলিয়াস (৫৫), একই এলাকার করিম উদ্দিনের মোঃ করিম (২০), মোঃ আনুর ছেলে মোঃ ইমাম হোসেন (২৭), মো. আবুল কালামের ছেলে মোঃ শাহ আলম (৩০), মৃত জাকারিয়ার ছেলে মোঃ ফোরকান ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল হাফেজ (৪০)।
তিনি জানান, জব্দ করা কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক ‍গুদামে জমা দেওয়া হয়েছে এবং আটক ৬ জনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ