ছেড়াদ্বীপ থেকে ১ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২১-১০-০৪ ২০:৩৯:৪৪

ছেড়াদ্বীপ থেকে ১ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি :  কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে ১ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার ভোররাতে কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করেন। এ সময় পাচারে ব্যবহৃত নৌকা বা পাচারকারীদের কাউকে ধরতে পারেনি কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে নৌকা থেকে হলুদ রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে নৌকাটি দ্রুত মিয়ানমার জল সীমানায় প্রবেশ করে। পরবর্তীতে বস্তা দুটি উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। তিনি বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ