টেকনাফে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে বেশীর ভাগই কারবারি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৯-১৩ ০৪:১৬:১৮

টেকনাফে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে বেশীর ভাগই কারবারি

নিজস্ব প্রতিবেদক :  প্রথম ধাপে ২০ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফের ৪ ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার ৪টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ মেম্বার পদে ৩৩৬ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬৯ জন মনোনয়ন পত্র গ্রহণ করলেও মাঠে লড়াই চালিয়ে যাচ্ছে অর্ধেক প্রার্থী। অবশিষ্টরা নামেমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছে। এখন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা ততই এগিয়ে চলছে।

এদিকে ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক ও রাজনৈতিক পরিচিতি, নিজস্ব যোগ্যতা, ব্যবসা, আচার-আচরণ, সুঅভ্যাস ও কুঅভ্যাস নিয়ে আলোচনা-সমালোচনা এবং চুলচেরা বিশ্লেষণ চলছে। অনেকে নির্বাচনী কৌশল হিসেবে উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থনকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা যাচ্ছে। তবে নির্বাচনের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিজয়ের শেষ হাসি কারা কারা হাসছে তা সহজে বলা যাচ্ছে না।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জানা যায়, উপজেলার ১নং হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন, ২নং হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, ৩নং টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ১২ জন এবং ৪নং সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জনসহ মোট ২৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র কিনলেও এখন মাঠে রয়েছে ১০ থেকে ১২ জন প্রার্থী।

এদিকে ১ নং হোয়াইক্যং ইউনিয়নে সাধারণ মেম্বার পদে ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১৬ জন, ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১০ জন, ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১৩ জন, ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৭ জন, ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৯ জন, ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১০ জন, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১২ জন, ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১৪ জন, ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১৫ জনসহ মোট ৯টি ওয়ার্ডে ১০৬ জন প্রার্থী রয়েছে। তম্মধ্যে অর্ধেক মতো প্রার্থী মাঠে রয়েছে। অবশিষ্ট প্রার্থীরা সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে।

২নং হ্নীলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১২জন, ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৯জন, ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৭জন, ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১১জন, ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১৩জন, ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৫জন, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১১জন, ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১০জন, ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১০জনসহ মোট ৯টি ওয়ার্ডে ৮৮জন প্রার্থী রয়েছে। তম্মধ্যে ৩০ থেকে ৩৫জন প্রার্থী মাঠে রয়েছে। অবশিষ্ট দুর্বল প্রার্থীরা সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে।

৩নং টেকনাফ সদর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১২জন, ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৪জন, ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১জন, ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৬জন, ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৯জন, ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৮জন, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৬জন, ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৭জন, ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ২জনসহ মোট ৯টি ওয়ার্ডে ৫৫জন প্রার্থী রয়েছে। সেখানে ৩৫জন মত প্রার্থী মাঠে থাকলেও অবশিষ্টদের দেখা মিলছে না।
সর্বশেষ, ৪নং সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১২জন, ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৫জন, ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১২জন, ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৯জন, ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ২জন, ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১০জন,৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১৬জন, ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১১জন, ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ১০জনসহ মোট ৯টি ওয়ার্ডে ৮৭জন প্রার্থী রয়েছে। তম্মধ্যে ৪০ থেকে ৪৫জনকে ভোটের মাঠে দেখা গেলেও অন্যদের খোঁজ মিলছে না।

অপরদিকে ১নং হোয়াইক্যং ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১নং ওয়ার্ডে ৫জন, ২নং ওয়ার্ডে ১৩জন এবং ৩নং ওয়ার্ডে ৭জনসহ মোট ২৫জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। ২নং হ্নীলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১নং ওয়ার্ডে ৭জন, ২নং ওয়ার্ডে ৪জন এবং ৩নং ওয়ার্ডে ৪জনসহ মোট ১৫জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

৩নং টেকনাফ সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১নং ওয়ার্ডে ২জন, ২নং ওয়ার্ডে ৫জন এবং ৩নং ওয়ার্ডে ৫জনসহ মোট ১২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। আর ৪নং সাবরাং ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১নং ওয়ার্ডে ৬জন, ২নং ওয়ার্ডে ৬জন এবং ৩নং ওয়ার্ডে ৫জনসহ মোট ১৭জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছে। এসব মহিলা প্রার্থীদের এক তৃতীয়াংশ মাঠে নেই।

ভোটাররা বলছেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দি এসব চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের গুণাগুণ পর্যালোচনা করে দেখা যায়, অনেকে আতœস্বীকৃত অপরাধী, অনেকে হাতে-নাতে মাদক নিয়ে আটকের পর জেল খাটানো, অনেকে মাদক মামলার পলাতক আসামী, অনেকে কৌশলে মাদক কারবারী, অনেকে স্বর্ণ চোরচালানী গডফাদার, অনেকে পেশাদার দালালের ভূমিকায়, অনেকে পেশাদার মাদকসেবী, অনেক মহিলা মেম্বার হাতে-নাতে মাদকসহ আটকের পর কারাভোগকারী, অনেকের স্বামী ও স্বজনেরা মাদক কারবারী, সন্ত্রাসী কর্মকান্ড ও হুন্ডি ব্যবসার মতো ঘৃণ্য কাজে জড়িত। তাই তারা অঢেল টাকা-পয়সার মালিক হওয়ায় নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছে।

ভোটাররা আরও বলছেন, টাকা লোভী, বিবেকহীন অনেক ভোটারের নিকট সৎ, শিক্ষিত ও ন্যায়বান প্রার্থীদের কদর একটু কম রয়েছে। যাই হোক প্রতিদ্বন্দি প্রার্থীরা নির্বাচনী কৌশল নিয়ে শেষ সময় পর্যন্ত প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না সাধারণ ভোটারেরা কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে যাচ্ছে তা মুখ্য বিষয় হয়ে দাড়িয়েছে। তাই আগামীর সুন্দর, শান্তির ও নিরাপদ টেকনাফ গড়ে তুলতে সর্বস্তরের ভোটারদের আতœীয়করণ, পরিবারতন্ত্র, লোভ-লালসা ও হুমকি-ধমকির উর্ধ্বে উঠে শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিবেন এমন প্রত্যাশা অন্যতায়, এই নির্বাচনে অযোগ্য এবং অপরাধীদের বিজয় করলে পুরো টেকনাফের সার্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বর্তমানে টেকনাফের পরিস্থিতি এতো ভয়াবহ যে, এসব প্রার্থীদের ব্যাপারে বিভিন্ন কারণে সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহজে মুখ খুলতে চায় না। কারও বিপক্ষে গেলে আবার কোন সময় যেনো সম্মানহানি ঘটে সেই আশংকায়।

আরো সংবাদ