পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে মামলা জট কমানোর উদ্যোগ - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১২-১২ ১২:৪১:১৬

পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে মামলা জট কমানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার জেলা জজ কোর্ট সহ বিভিন্ন আদালতে দীর্ঘদিনের জমে থাকা মামলা নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ সিভিল সার্জন অফিস ম্যাজিস্ট্রেটগনকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভুমিকা পালনের উপর

গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা জজ কোর্ট মিলনায়তনে আয়োজিত পুলিশ – ম্যাজিস্ট্রেসী সম্মেলনে কক্সবাজার জেলার মামলা জট কমানোর জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা জজ মোহাম্মদ ইসমাইল।

এই সম্মেলনে উল্লেখ করা হয় কক্সবাজার জেলায় বিভিন্ন আদালতে প্রায় সাড়ে তিন লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিশেষ করে জেলায় মাদক, নারী নির্যাতন, ধর্ষণ ও জায়গা জমি সংক্রান্ত মামলার সংখ্যা বেশী। সম্মেলনে দীর্ঘদিনের মামলা জট কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে পুলিশের সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা, ডাক্তার ও বিচারকদের প্রতি আহ্বান জানান জেলা জজ।

সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান, বিজিবির কমান্ডিং অফিসার লে, কর্নেল আলী আহমেদ আজাদসহ আদালতের বিচারকগন, কক্সবাজারের সিভিল সার্জন, পাবলিক প্রসিকিউটর, বিশেষ পিপিগন, পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ