বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টূর্ণামেন্ট ২৭ মার্চ শুরু - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৩-১৩ ১৪:১৭:৫২

বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টূর্ণামেন্ট ২৭ মার্চ শুরু

নিজস্ব  প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির আয়োজনে কক্সবাজারে আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ,ভারত,শ্রীলংকা ও নেপালের অংশগ্রহণে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টূর্ণামেন্ট ২০২২।
পাঁচদিনব্যাপী এ টূর্ণামেন্ট সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের লক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে টূর্ণামেন্ট সমন্বয় উপ কমিটির সভা।
জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির মহাসচিব মো. মাকসুদুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী তরিকুল আলম,কউক সচিব আবু জাফর রাশেদ,অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত ট্যুরিষ্ট পুলিশ সুপার মো মহিউদ্দীন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,বিসিবি,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ