বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৭-২৪ ২০:১৫:১৩

বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম

নিউজ ডেস্ক :  সামরিক শক্তিতে বিশ্বে ৪৬তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২০ সালের সদ্য প্রকাশিত তালিকা থেকে পাওয়া গেছে এ তথ্য। তালিকায় ১৩৮ টি দেশের মধ্য ৪৬ নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ।

৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় ০.৭০৬৬ শক্তিসূচক নিয়ে ৪৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তালিকায় প্রতিবছরের ন্যায় এ বছরও শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের অন্যতম ‘শত্রু রাষ্ট্র’ রাশিয়া। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে চীন এবং প্রতিবেশী দেশ ভারত।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এরপরের অবস্থানেই রয়েছে পাকিস্তান। তবে তারা বিশ্ব তালিকায় ১৫তম স্থানে অবস্থান করছে। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থানও বাংলাদেশের আগে। তালিকায় ৩৫তম স্থানে আছে মিয়ানমার।

তালিকা তৈরির ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সেগুলো কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে। সব দিক বিবেচনায় তালিকায় সবার নিচে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার দেশ ভূটান। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ ১০ দেশ হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, মিশর ও ব্রাজিল।

আরো সংবাদ