ভোজ্যতেল মজুত প্রতিরোধে টাস্কফোর্স গঠন হবে-স্বরাষ্ট্রমন্ত্রী - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৩-১৩ ১৩:৫৫:০০

ভোজ্যতেল মজুত প্রতিরোধে টাস্কফোর্স গঠন হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ  ডেস্ক : ভোজ্যতেল মজুতকারীদের প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একইসঙ্গে সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে।

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারের শীর্ষ পর্যায়ের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপণ্যের ওপর ভ্যাট ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

মন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্যর মূল্য সহনীয় রাখতে ওএমএস কার্যক্রম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ‌্য তেলের দাম বাড়ায় দেশের বাজারে প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, ‘রমজানে ইলেকট্রিক সাপ্লাই সঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ ডিজেল এর ঘাটতি হতে পারে, গ্যাস এর ঘাটতি হতে পারে।’

উল্লেখ্য, হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সারাদেশে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, নিত্যপণ্যের অবৈধ মজুত, বাজার ব্যবস্থাপনায় ধসসহ নানা কারণে ক্ষুব্ধ সরকার। করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর নির্দেশে বৈঠকে বসেছিলেন সরকারের শীর্ষ পাঁচ মন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আরো সংবাদ