মাঠে গড়ালো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৫-৩০ ১৪:৩২:০৪

মাঠে গড়ালো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। সারাদেশে ক্রীড়ার ব্যাপক উন্নয়ন হচ্ছে। সকলে জানেন সর্বস্তরে মাদকে জর্জরিত। যুবসমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়া চর্চা দরকার। পাশাপাশি ছেলেমেয়েদের সাংস্কৃতিক চর্চায় জড়াতে হবে। তিনি ৮৮ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে বসুন্ধরা গ্রæপের সহযোগিতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু করায় তিনি ধন্যবাদ জানান। সোমবার ৩০ মে বিকেলে বসুন্ধরা গ্রæপের সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন বিভাগীয় কমিশনার।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন পরবর্তী বেলুন এবং কবুতর উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। টুর্নামেন্টের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান,আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম, বসুন্ধরা গ্রæপের কর্মকর্তা এমডি আবু হেনা, প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল, আয়োজক কমিটির সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোসাইন নান্নু। উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে কক্সবাজার সদর উপজেলা ১-০ গোলে পেকুয়া উপজেলা দলকে পরাজিত করে।

আরো সংবাদ