মুহিব্বুল্লাহ হত্যাকান্ড : ফের সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১০-০২ ১৩:২১:৩৪

মুহিব্বুল্লাহ হত্যাকান্ড : ফের সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও ২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএনের সদস্যরা। গ্রেফতারকৃত হলো, জিয়াউর রহমান ও আব্দুস সালাম।

শনিবার (২ অক্টোবর) দিবাগত রাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন। ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক শনিবার (২ অক্টোবর) সকালে দুই রোহিঙ্গা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দুপুর ১২ টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকেও উখিয়া থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়। এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত তিন সন্দেহ ভাজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর- ১২৬, তারিখ-৩০/০৯/২০২১) দায়ের করেন।

শিবিরে হত্যার ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে, পুরো ক্যাম্প জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একাধিক গোষ্ঠির সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। কক্সবাজারের উখিয়া- টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ধারাবাহিকভাবে বাড়ছে সন্ত্রাস। খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক পাচার ছাড়াও নানা অপরাধে জড়িয়ে পড়ার মাত্রা বেড়েই চলেছে।

তার মধ্যে মাদক সংশ্লিষ্ট অপরাধীর সংখ্যা বেশী। ২০১৭ সালে নানা অপরাধে রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৭৬টি, এতে আসামি ছিল ১৫৯ রোহিঙ্গা। গত চার বছরে প্রায় ১৩শ মামলায় আসামীর সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ হাজার।
কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত চার বছরে কক্সবাজারে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে প্রায় ১ হাজার ৩০০ টি মামলা দায়ের হয়েছে। এতে সর্বোচ্চ সংখ্যক মামলা হয়েছে মাদক সংশ্লিষ্ট ৭৬২টি। খুনের মামলা হয়েছে হয়েছে ৭২টি। খুনের তালিকায় রয়েছেন রোহিঙ্গাদের শীর্ষনেতা মুহিবুল্লাহ।

অন্যান্য মামলার মধ্যে ডাকাতি, হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্র ও মাদক পাচার, মানব পাচার, সরকারি কাজে বাঁধাদান। এছাড়া জেলা পুলিশের হাতে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক ৩২ মাদক পাচারকারী গডফাদারের তথ্য রয়েছে।

স্থানীয় বাসিন্দা কাইসার হামিদ জানিয়েছেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে আতংকের মধ্যে দিনাতিপাত করছেন স্থানীয়রা। তাদের সন্ত্রাস শুধুমাত্র রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নয়। আক্রন্ত হচ্ছেন স্থানীয়রাও। রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ইতোমধ্যে খুন, অপহরণ এর শিকার হয়েছেন স্থানীয়রা।

রোহিঙ্গা সন্ত্রাসীদের লাগাম টানা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রোহিঙ্গা সন্ত্রাসীদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে জেলার অনেক স্থানে। তারা জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস, দখলবাজিসহ নানা অপরাধমুলক কাজ করে যাচ্ছে। আমরা স্থানীয়রা সব সময় আতংকের মধ্যে দিন কাটাচ্ছি।

টেকনাফের হ্নীলার সৈয়দুল আমিন জানিয়েছেন, রোহিঙ্গাদের যত্রতত্র বিচরণে আমরা উদ্বিগ্ন। এরা এখন স্থানীয়দের জন্য আতংকের নাম হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের মাধ্যমেই ইয়াবা পাচার বেড়েছে। স্থানীয়দের মধ্যে যারা ইয়াবা পাচারে জড়িত তাদের সাথে সখ্যতা রয়েছে রোহিঙ্গা মাদক ব্যবসায়িদের। যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে রোহিঙ্গারা যেভাবে অপরাধে জড়িয়ে পড়ছে এতে স্থানীয় লোকজনের চলাফেরাও অসম্ভব হয়ে পড়বে। মুলত ইয়াবা ব্যবসা বাঁধাহীন করতেই রোহিঙ্গা সন্ত্রাসীরা খুন ও অপহরণে মেতে উঠেছে। এরা শুধুমাত্র মাদক নয়, স্বর্ণ পাচারেও জড়িত। ইতোমধ্যে যারা ধরা পড়েছে তারা সবাই ইয়াবা বহনকারী। মুল গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক প্রতিরোধে কাজ করছে প্রশাসন। ইতোমধ্যে ৩২ জন মাদক পাচারকারী গডফাদারের চিহ্নিত করা হয়েছে। ইয়াবার বড় বড় চালান পাচারে এই গডফাদাররাই জড়িত।

 

আরো সংবাদ