রাজধানীতে দাওয়াতে ইসলামী ইজতেমা সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২০-০৩-০৭ ১৩:১৫:৪৭

রাজধানীতে দাওয়াতে ইসলামী ইজতেমা সম্পন্ন

হেলাল আহমদ রিজভী:  করোনা ভাইরাস, ডেঙ্গুসহ সব ধরনের বালা মুসিবত থেকে মুক্তি কামনা করে রাজধানীতে আহলে সুন্নাত ওয়াল জামআতের মতাদর্শী, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ মসলকে আ’লা হযরতের উপর প্রতিষ্ঠিত দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সম্পন্ন হয়েছে। জুমাবার লক্ষ লক্ষ মুসল্লি অশ্রুসিক্ত নয়নে ‘দাওয়াতে ইসলামী’র সুন্নাতে ভরা ইজতিমার আখেরি মোনাজাতে অংশ নেন। রাজধানীর সিভিল ‌অ‌্যাভিয়েশনের বিশাল ময়দানে নির্যাতিত বিশ্ব উম্মাহর জান-মালের হেফাজত এবং দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে মিলাদ-কিয়াম ও ‘আমিন-আমিন’ ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ আয়োজন শেষ হয়। জুমার নামাজের পর দরুদ, সালাতু সালাম, মিলাদ কিয়ামের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন ‘দাওয়াতে ইসলামী’ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন আত্তারী। ইজতেমার দোয়ায় দেশের লাখো আশেকে রাসূল শামিল হন। ময়দান ছাড়িয়ে মুসল্লিদের সমাগম ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তাঘাটে। যে যেখানে সুযোগ পান, সেখানেই জুমার নামাজ আদায় করেন। দাওয়াতি কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মূল বয়ান দেন ‘দাওয়াতে ইসলামী’র জিম্মাদার মাওলানা নূরউদ্দিন আত্তারী। ইজতেমার বিশেষ আকর্ষণ তাসাউরে মদিনা (মদিনার ধ্যান) করান মোহাম্মদ রিয়াজ আত্তারী। জুমার নামাজে ইমামতি করেন ‘দাওয়াতে ইসলামী’র মুবাল্লিগ মাওলানা আরাফাত মাদানি আত্তারী। জুমাবার শেষ দিনে সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত মুবাল্লিগগণ কুরআন- হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ের ওপর বয়ান দেন। নামাযের ফজিলত ও বিজ্ঞানসম্মত উপকারিতা, সারাবিশ্বে ‘দাওয়াতে ইসলামী’র গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে একে একে বয়ান দেন সংগঠনের মুবাল্লিগ মোহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, আলফেসানি আত্তারী প্রমূখ। ইজতেমার সফল আয়োজনে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সিভিল অ‌্যাভিয়েশন, আইন-শৃঙ্খলা বাহিনী, পীর মাশায়েখ ও আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামদের প্রতি কৃতজ্ঞতা জানায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ।

আরো সংবাদ