রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবাসহ পিতা-পুত্র আটক - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৮-০৬ ১২:০১:২৯

রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবাসহ পিতা-পুত্র আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবাসহ পিতা-পুত্র আটক

কক্সবাজার : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবাসহ পিতা-পুত্রকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের মেজর এইচ এম পারভেজ আরেফীন জানান, শুক্রবার (৬ আগষ্ট) দিবাগত রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। আটকরা হল, উখিয়ার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. কলিমুল্লাহ ওরফে কলিম (৪৩) ও তার ছেলে মো. কেফায়েত উল্লাহ (১৮)।
মেজর পারভেজ আরেফীন বলেন, গভীর রাতে উখিয়ার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই ব্যক্তির ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবা’র বড় চালান মজুদের খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ১ ব্যক্তির ঘরে তল্লাশী চালিয়ে কিছুই পাওয়া যায়নি।
পরে অপর ব্যক্তির ঘরে তল্লাশী করে মেঝের নিচে দুই জায়গায় কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ৬৮ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় ঘরে অবস্থানকারি দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় মিয়ানমারের কিছু মুদ্রা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেজর পারভেজ আরেফীন।

আরো সংবাদ