সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১১-১৩ ১০:০২:০১

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ছেড়াদীপ সংলগ্ন সমুদ্র থেকে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় কৌশলে মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায় পাাচারকারীরা।

গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হলেও আজ দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে রাতে কোস্টগার্ডের একটি টিম ছেড়াদ্বীপ সংলগ্ন সাগরে অবস্থান নেয়। এক পর্যায়ে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামানোর জন্য সংকেত দেয়। পাচারকারীরা সংকেত অমান্য করে নৌকার দিক পরিবর্তন করে দ্রুত মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়।

এর আগে কোস্টগার্ডের ধাওয়ার মুখে সাগরে ফেলে যায় ইয়াবাভর্তি ৪টি প্লাস্টিকের বস্তা। পরবর্তীতে বস্তাগুলো জব্দ করে সেখানে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আরো সংবাদ