২২ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ, মোবাইল কোর্ট চলবে: ডিসি কামাল হোসেন - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-০৯ ০৪:০৭:৫৪

২২ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ, মোবাইল কোর্ট চলবে: ডিসি কামাল হোসেন

আবু সিদ্দিক ওসমানী : ইলিশের পূর্ণ ডিম ছাড়ার মওসুম হওয়ায় বুধবার ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত একটানা ২২ দিন সাগরে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিন্ধ ঘোষনা করেছে। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মওসুম হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।[the_ad id=”36489″]
উল্লেখিত সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বেচা-কেনা, বাজারজাতকরণ, প্রদর্শন, বিনিময় ইত্যাদি নিষিদ্ধ করেছে। কেউ এসব কাজে জড়িত হলে আইন অমান্যকারীকে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অথবা একসাথে উভয় দন্ডে দন্ডিত করা হতে পারে। এদিকে, কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন জানান, উল্লেখিত সময়ে সরকারের এ আদেশ অমান্যকারীদের আইনের আওতায় আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সমুদ্র, উপকূল ও বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আরো সংবাদ