টেকনাফে ২২১ কোটি ৫৭ লাখ টাকার মাদক ধ্বংস - কক্সবাজার কন্ঠ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-০৯ ১৪:১৮:৫৫

টেকনাফে ২২১ কোটি ৫৭ লাখ টাকার মাদক ধ্বংস

জসিম উদ্দিন সিদ্দিকী: teknaf bgb pic 9-12-17কক্সবাজারের টেকনাফে ২২১ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৫০ টাকার মাদকদ্রব্য আনুষ্টানিকভাবে ধ্বংস করা হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ ২ বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে ৪ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়কালে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কতৃক মালিকবিহীন জব্দকৃত ১২ প্রকারের ২২০ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ৮৫০ টাকা মুল্যের মাদকদ্রব্য এবং ১ কোটি ১৫ লক্ষ ৯২ হাজার ২০০ টাকা মুল্যের ৫৭ হাজার ৯৬১ প্যাকেট মিয়ানমারের বিভিন্ন প্রকারের সিগারেট ধ্বংস করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রামু এডহক রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল এএসএস আনিসুল হক পিএসসি। বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রকিবুল হক পিএসসি, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম, কক্সবাজার জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোছাইন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরো সংবাদ