পদদলিত হয়ে নাইজারে শরণার্থী শিবিরে ২৩ জনের মৃত্যু - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২০-০২-১৮ ০৩:৫৩:১৩

পদদলিত হয়ে নাইজারে শরণার্থী শিবিরে ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:  পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে পদদলিত হয়ে ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১০ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

দেশটির দিফফা শহরের একটি শরণার্থী শিবিরে খাদ্য ও অর্থ সংগ্রহের সময় পদদলিত হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, প্রতিবেশী দেশ নাইজেরিয়া থেকে নাইজারের দিফফায় অবস্থিত ওই শরণার্থী শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে তারা খাবার ও অর্থের জন্য খাদ্য সহায়তা কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ছিল।

এক পর্যায়ে কেন্দ্রের প্রধান ফটক খোলা হলে আগে যাওয়া নিয়ে লাইনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ওই সময়ই পদদলিত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

২০০৯ সালে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে স্থানীয় জঙ্গি সংগঠন বোকো হারামের হামলা ও সহিংসতার পর প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ পালিয়ে পার্শ্ববর্তী দেশ নাইজারে আশ্রয় নেয়।

আরো সংবাদ