২৮ সেপ্টেম্বর কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৯-২৫ ১৩:০২:৫৭

২৮ সেপ্টেম্বর কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কক্সবাজার আসছেন আগামী ২৮ সেপ্টেম্বর। ওইদিন সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে তিনি মহেশখালীর মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুসারে মন্ত্রী ওইদিন বিকল ৪ টায় মাতারবাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন। কক্সবাজারে রাত যাপনের পর ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় তিনি কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে দুপুর ১২ টায় তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভায় অংশ নেবেন।

আরো সংবাদ