উখিয়ায় বৃষ্টি নেই তবুও সড়কে পানির ঝর্ণাধারা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০১-২০ ১২:২৪:৩৯

উখিয়ায় বৃষ্টি নেই তবুও সড়কে পানির ঝর্ণাধারা

কাইছার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা গরু বাজার সংলগ্ন সুলতানিয়া আজিজুল উলুম মাদ্রাসার মল মুত্র ও অজুর পানিতে একাকার হয়ে গেছে টেকনাফ সড়ক।
উক্ত সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার গাড়ি এসব গাড়ির চাকার ঝাপটায় ময়লাযুক্ত প্রশ্রাবের পানি পথচারীদের গায়ে এসে পড়ার কারণে কাপড় চোপড় নষ্ট হওয়ার পাশাপাশি তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। তা ছাড়াও সড়কে চলমান গাড়ির যাত্রী সাধারণ পড়তে হচ্ছে চরম বিপাকে। [the_ad id=”36442″]
জানাগেছে, মরিচ্যা গরু বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সুলতানিয়া আজিজুল উলুম মাদ্রাসায় রয়েছে শতাধিক ছাত্র এবং রয়েছে মসজিদ। প্রতিদিন শতশত মুসল্লীর অজুর পানি প্রশ্রাব খানার পানি ও গোসল সহ নিত্য ব্যবহারিক পানি নিষ্কাশনের কোন সু-ব্যবস্থা না থাকায় গড়িয়ে গড়িয়ে নেমে আসছে ব্যস্ততম সড়কে। বিগত দিনে মাদ্রাসার ব্যবহারের পানি সড়কে লাগোয়া একটি ড্রেন দিয়ে পুর্ব পাশের্^র পতিত জমির দিকে চলে যেত। সম্প্রতি কক্সবাজার টেকনাফ মহা সড়কের পুনঃসংস্কার কাজ চলার কারনে উক্ত ড্রেনটি ভেঙে দিয়েছে সওজ। বর্তমানে সেখানে ড্রেনের কোন অস্তিত্ব নেই। যার কারনে গরু বাজার সংলগ্ন সড়কে এ নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনজুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি নজরে এসেছে, মানুষ ঐ ময়লা পানির কারনে সড়ক দিয়ে চলাচল করতে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে আমি শিঘ্রই মাদ্রাসা কতৃপক্ষের সাথে বসে সমস্যা সমাধানের চেষ্টা করেবো। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ঐ সব ময়লা পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে। এদিকে একটি ধর্মীয় প্রতিষ্টানের পরিচালনা কমিটির সদস্যদের দায়িত্বহীনতাকে দায়ী করেছে সচেতন মহল।

আরো সংবাদ