কক্সবাজারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-০৭ ০২:২৬:৩২

কক্সবাজারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসন

জসিম সিদ্দিকী, কক্সবাজার : কক্সবাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রশাসন। জেলা প্রশাসক কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। প্রশাসন ৬ অক্টোবর সন্ধ্যায় কালী বাড়ি, সরস্বতি বাড়ি, বঙ্গপাহাড়, জলদাশ পাড়া, গোলদিঘি পাড়ের ইন্দ্রসেন দূর্গা বাড়ি ও কৃষ্ণনান্দধাম পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। ‘আমরা সকলে সেটাই মানি আর বাংলাদেশ বিশ্বে সেটার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেকটা উৎসবে সবাই ভাইবোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উৎসবটা উদ্যাপন করে যাই। [the_ad_placement id=”new”]
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখনও কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি। সুষ্ঠুভাবে চলছে পূজা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আল আমিন পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম আদিব, ওসি ফরিদ উদ্দিন খন্দকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ সভাপতি উদয় শংকর পাল মিঠুসহ অনেকই।

আরো সংবাদ