কক্সবাজার থেকে প্রথম হেলিকপ্টার সার্ভিসের শুভ উদ্বোধন - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-১৭ ১৯:৪৪:২১

কক্সবাজার থেকে প্রথম হেলিকপ্টার সার্ভিসের শুভ উদ্বোধন

বার্তা পরিবেশক : বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেডের অথরাইজড এজেন্ট ডিলাইট হলিডে’র উদ্যোগে প্রথম হেলিকপ্টার সার্ভিস “মেডিক্যাল ইভাকুয়েশন” সেবা প্রদান করেছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়াম থেকে। উক্ত ফ্লাইটে করে কক্সবাজার সদর হাসপাতালের ইমারজেন্সি রেফারেল রোগী পরিবহন করা হয়। বিকাল ২টা ৫৫ মিনিটে বসুন্ধরা এয়ারওয়েজ-এর আগস্টা ১১৯ হেলিকপ্টারটি রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় উপস্থিত ছিলেন ডিলাইট হলিডে’র ম্যানেজিং ডিরেক্টর লায়ন মোহাম্মদ রিয়াজ উদ্দিন তারেকসহ অসংখ্য দর্শনার্থী। লায়ন মোহাম্মদ রিয়াজ উদ্দিন তারেক কক্সবাজারের অন্যতম হোটেল জিয়া গেস্ট হাউসের সত্ত্বাধিকারী আলহাজ্ব   মোহাম্মদ ওমর সুলতান পরিবারের সন্তান।                           [the_ad_placement id=”new”]

উল্লেখ্য যে, এই মাস থেকে ডিলাইট হলিডে’র ব্যবস্থাপনায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় কক্সবাজারে নিয়মিত ফানরাইড, সমগ্র বাংলাদেশে হেলিকপ্টারে যাতায়াত, বিয়ে, ভিআইপি সেবা, আনন্দ ভ্রমণ, ফিল্ম শুটিং ইত্যাদি হেলিকপ্টার সেবা প্রদান করা হবে।

আরো সংবাদ