কার্নিভালে রাজশাহী ও চট্টগ্রামের জয় - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৫-০৩ ২১:৩৫:০৮

কার্নিভালে রাজশাহী ও চট্টগ্রামের জয়

ক্রীড়া প্রতিবেদক :কক্সবাজারে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় দিনে দু’টি জয় পেয়েছে এয়ার এশিয়া রাজশাহী। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ৪ রানের জয় পেয়েছে তারা। পরে দ্বিতীয় ম্যাচেও র’ নেশন খুলনার বিপক্ষে জয় দিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় রাজশাহী। এদিকে, শেখ কামাল একাডেমি মাঠে সিলেট সিক্সার্স মাস্টার্সের বিপক্ষে জয় পেয়েছে আকরাম খানের আম্বার চিটা

গাং।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জমে উঠেছে সাবেক জাতীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা মাস্টার্সের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে এয়ার এশিয়া রাজশাহী। বৃহস্পতিবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১১৪ রান তোলে রাজশাহী। রাজশাহীর হয়ে সর্বচ্চ ২৮ রান করেন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ঢাকার হয়ে তিন উইকেট শিকার করেন সজল চৌধুরি।

১১৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের দাপুটে বোলিংয়ে ১১০ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। রাজশাহীর হয়ে তিন উইকেট নিয়েছে মুশফিকুর রহিম আর ঢাকার হয়ে সর্বচ্চ ২০ রান করেন রাসেদুল হক সুমন।

এদিকে, একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে র’ নেশন খুলনা মাস্টার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতে কার্নিভালের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো এয়ার এশিয়া রাজশাহী। প্রথমে ব্যাট করে ১১৪ রান তোলে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী। রাজশাহীর হয়ে ৫৬ রান করেন আনিসুর রহমান।

অন্যদিকে, শেখ কামাল একাডেমি মাঠে সিলেট সিক্সার্স মাস্টারের বিপক্ষে জিতেছে আম্বার চিটাগাং। প্রথমে ব্যাট করে আজম ইকবালের ৩৪ ও আকরাম খানের ৩৩ রানের ইনিংসের উপর ভর করে ১৪৬ রান করে চিটাগাং। জবাবে  ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের দাপুটে বেলিংয়ে ৪২ রানেই থেমে যায় সিলেটের ইনিংস।

আরো সংবাদ