নোঙরের মাদক বিরোধী সভা অনুষ্টিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০১-১৫ ১৫:৩৫:৪১

নোঙরের মাদক বিরোধী সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নোঙর কর্তৃক এক মাদক বিরোধী সচেতনতা সভা পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। মাদকের তীব্র ভয়াবহতা নিরসনে স্থানীয় মাদক বিরোধী সংগঠন নোঙর বেসরকারী পর্যায় থেকে ২০০১ সাল হতে জেলা ব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে সরকারের মাদক বিরোধী কার্যক্রম বাস্তবায়নে উল্ল্যেখযোগ্য সহযোগিতা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের জন্য গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত উক্ত সভায় হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নোঙরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

[the_ad id=”36442″]সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্বে যুদ্ধ ঘোষণার বাস্তবায়নে সরকারের বাস্তবায়িত কর্মসূচীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন, ইমাম ধর্মিয় অনুসাশন মেনে চললে মাদক থেকে দুরে থাকা সহজ হবে বলে মতামত ব্যঠক্ত করেন। সভাপতি তার বক্তব্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি যারা ইতোপূর্বে মাদক নির্ভরশীল হয়ে পড়েছে তাদেও জন্য নোঙরের চিকিৎসা সেবার কার্যক্রম তার এলাকায় সম্প্রসারণের আহবান জানিয়ে এতে সর্বোচ্ছ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নোঙরের পক্ষ থেকে সভায় ২০২০ সালের জন্য গৃহিত সংস্থার মাদক বিরোধী কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং উক্ত কর্মসূচীর সফল বাস্তবায়নে সকলের সহযোগীতার হাত সম্প্রসারনের বিনীত অনুরোধ জানিয়ে, সভাপতিসহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদানের মধ্যদিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।[the_ad_placement id=”after-image”]

আরো সংবাদ