প্রয়াত সত্যপ্রিয় মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-০৯ ১২:৩১:৫৮

প্রয়াত সত্যপ্রিয় মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

জসিম সিদ্দিকী, কক্সবাজার: হাজারো বৌদ্ধ নরনারীর শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কক্সবাজারের রামুতে সম্পন্ন হয়েছে বাংলাদেশী বৌদ্ধদের উপসংঘরাজ, একুশে পদকে ভূষি রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারের অধ্যক্ষ প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান। আজ বুধবার (৯ অক্টোবর) বিহার প্রাঙ্গনে মহাসংঘদান, অষ্ট পরিষ্কার দান, ধর্মসভা, অতিথি ভোজন, স্মৃতিচারণ সভা এবং সত্যপ্রিয় মহাথেরোর প্রায় দুই শতাধিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। প্রধান ধর্মদেশক ছিলেন, উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো ও বাংলাদেশ ভিক্ষু মহাসভার মহাসচিব এস. লোকজিৎ মহাথেরো। [the_ad_placement id=”new”]
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ কল্যান প্রতিমন্ত্রী মো. শরিফ আহমেদ, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া। এছাড়াও দেশ বরেন্য প্রাজ্ঞ ভিক্ষুসংঘ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারা দেশের অন্তত ৩০ হাজার ভক্তের সমাগম হয়।[the_ad id=”36442″]
এদিকে সত্যপ্রিয় মহাথেরোকে শ্রদ্ধা জানান বিএনপির প্রতিনিধি দল। আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি নেতা ড. সুকুমল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল নেতা কর্মীদেও নিয়ে সত্যপ্রিয় মহাথেরোর মরদেহে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য বাংলা-ভারত উপমহাদেশের প্রখ্যাত সাংঘিক ব্যক্তিত্ব, রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো ৯১ বছর বয়য়ে গত ৪ অক্টোবর দিবাপুর্ব রাত একটার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে পরলোক গমন করেন। পরদিন শুক্রবার বিকাল ৩ টায় প-িত সত্যপ্রিয় মহাথের’র মরদেহ বহনকারি গাড়ীটি রামু পৌছে।

আরো সংবাদ