বেতারে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০৭ ১৯:৫৪:২৫

বেতারে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার বেতারের নানা অনিয়মের বিষয় নিয়ে দুই সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে । শীঘ্রই এ কমিটির সদস্যরা কক্সবাজার এসে তদন্ত শুরু করবেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বেতারে নানা অনিয়মের বিষয়টি আমি আগে থেকেই অবগত । এবং এ বিষয়টি মন্ত্রনালয় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. মুরাদ হাসান বলেন, কক্সবাজার বেতার কেন্দ্রটি আর অবহেলিত থাকবেনা। অন্যান্য কেন্দ্রের মত এ কেন্দ্রটির উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করা হবে।

এসময় সভার এক পর্যায়ে কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের কর্মকর্তারা কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মাহফুজুল হকের নানা অনিয়ম-দুর্নীতি,নারী কেলেংকারিসহ নানা সংকটের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন এবং তাঁর কাছে লিখিত অভিযোগ দেন।

আরো সংবাদ