মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-০৯ ০৬:৪৩:০৫

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন

কাইছার হামিদ, মহেশখালীঃ কক্সবাজারের মাতারবাড়ীতে সরকারের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা সকালে সম্পন্ন হয়েছে। কয়লা বিদ্যুৎ প্রকল্পের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারের উন্নয়ন কাজের বিভিন্নদিক তুলে ধরে বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া)র সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি ও জেলা আ’লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা। প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ সরকার চলমান প্রকল্প বাস্তবায়ন করতে আমাদের সসম্মিলিতভাবে কাজ করতে হবে। হাটতে গিয়ে হেছুড় খেয়ে পড়লে হবে না। সব বাঁধা, ভয়, জড়তা এবং হতাশা কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে এদেশকে ডিজিটাল রূপে রূপান্তরিত করতে হবে।[the_ad_placement id=”content”]

যদিওবা মহেশখালীতে বড় বড় মেঘা প্রকল্পগুলি বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ বিপর্যয় হওয়ার সম্ভবনা হলে, যেভাবে পরিবেশ সুরক্ষিত থাকে সেভাবে করতে হবে। মূলকথা লাভ হতে করতে চাইলে সামন্য ক্ষতি হবেই। অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিচালক নজরুল ইসলামসহ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে টাকার চেক বিতরণ করা হয়। পরে আলাদা অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ বাড়ী হারা মানুষের নিকট সরকারীভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মাষ্টার রুহুল আমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও মাতারবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম ছমি উদ্দীন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হায়দার ও মাতারবাড়ী ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ সাহাব উদ্দীন প্রমূখ।

আরো সংবাদ