যাত্রীর পেটে মিলল ৫০ লাখ টাকার সোনা! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০১-১৪ ০৮:৫৩:১৭

যাত্রীর পেটে মিলল ৫০ লাখ টাকার সোনা!

সংযুক্ত আরব আমিরাত ফেরত যাত্রীর পেটে বিশেষ কায়দায় রাখা ৫০ লাখ টাকা দামের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১৩ জানুয়ারি) রাতে ওই যাত্রীর পেট এই স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

ওই যাত্রীর নাম মোহাম্মদ মোরশেদ। সোমবার রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে তিনি চট্টগ্রামে আসেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।[the_ad id=”36442″]

চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার রিয়াদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে চ্যালেঞ্জ করা হয়। তার শরীর তল্লাশি করে প্রথমে কিছু না পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজের মলদ্বার দিয়ে পেটে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন মোরশেদ। পরে বিশেষ উপায়ে ৮টি সোনার বার বের করা হয়। ৯৩৩ গ্রাম এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য অন্তত ৫০ লাখ টাকা বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।[the_ad_placement id=”content”]

রিয়াদুল ইসলাম বলেন, মোরশেদ মলদ্বারে লুকিয়ে সোনার বারগুলো পাচার করছিলেন। পরে অস্ত্রোপচারের ভয় দেখালে তিনি মলদ্বার থেকে সোনার বারগুলো বের করে দেন। তিনি আরও জানান, আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ