শহরতলীতে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৬ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১০-১০ ২১:০৬:৩৫

শহরতলীতে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৬

শাহজাহান চৌধুরী শাহীন : কক্সবাজার সরকারী কলেজ গেইটে বিসমিল্লাহ মোটরসের মালিকের ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১০ অক্টোবর বিকাল ৩টার দিকে প্রকাশ্যে মহাসড়কের উপর এধরনের
ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাত ৮ পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার খবর আগাম কিভাবে পেল ছিনতাইকারীরা, কোন গাড়ি যোগে যাচ্ছিল! সহ এই টাকা ছিনতাইয়ের ঘটনায় অনেকগুলো প্রশ্নের উত্তর খুজঁছে পুলিশ।[the_ad id=”36442″]

জানা গেছে, কক্সবাজার বাস টার্মিনালস্থ বিসমিল্লাহ মোটরসের (টমটম গাড়ির শো রুম) মালিক হয়রত আলী ও ম্যানেজার সরওয়ার প্রতিষ্ঠন থেকে টাকা নিয়ে লিংক রোডস্থ ইসলামী ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্য টমটম যোগে টার্মিনাল থেকে রওয়ানা দেয়। বিকাল ৩টায় কক্সবাজার সরকারী কলেজ গেইট এলাকায় পৌছলে পুর্ব থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা টমটম গতিরোধ করে তাদের বেধড়ক পিঠিয়ে ১১ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
প্রতিষ্ঠানের মালিক মো. হয়রত আলী ও ম্যানেজার মো.সরওয়ার বলেন,হঠাৎ ১০/১৫ জন ব্যক্তি হেটে ও মোটরসাইকেল যোগে এসে তাদের টমটমটি গতিরোধ করে বেধড়ক পেটাতে পেটাতে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তারা ছিনতাইকারীদের চিনতে পারেনি। টাকা ভর্তি থলে নিয়ে ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে বাসটার্মিনাল অভিমুখে চলে আসে বলে জানান তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ দল ঘটনাস্থলে পৌছেন।
পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ দল ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়াও সম্ভাব্য বিভিন্ন স্থান থেকে সন্দেহ ভাজন হিসেবে ৬ জনকে আটক করা হয়েছে।[the_ad_placement id=”new”]
এদিকে, ব্যবসায়ী ও ম্যানেজার মিলে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার ঘটনাটি আগে থেকেই ছিনতাইকারীরা কিভাবে জানল কোন গাড়িতে করে তারা যাচ্ছে, এসব আগাম খবর ছিনতাইকারীরা কিভাবে পেল সহ অনেক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার খায়রুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশে কয়েকটি প্রতিষ্ঠান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে তবে ফুটেজগুলো অস্পষ্ট তাই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশকে একটু বেগ পেতে হচ্ছে। সন্দেহভাজন হিসেবে আনা ৬ জনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান তিনি।

আরো সংবাদ