শেষ ম্যাচেও মেয়েদের হার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০১-২০ ১৪:২০:৪১

শেষ ম্যাচেও মেয়েদের হার

ফাইল ছবি
ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও ৮ উইকেটে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। এর মধ্য দিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। শুক্রবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ ৩৬ দশমিক ৩ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায়। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র দু’জন- ওপেনার শারমিন সুলতানা ১৩ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান নিগার সুলতানা ১০। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ওডিন কারস্টেন ১০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। আর মার্সিয়া লেতসোয়ালোর ১৩ রানে পেয়েছেন ৩ উইকেট। ছোট রান তাড়া করতে গিয়ে মাত্র ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। লেজলি লি ৭ চারে ১৯ বলে করেন ৩৭ রান। সিরিজ হারের পর সাংবাদিকদের কাছে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নেন অধিনায়ক অধিনায়ক রুমানা আহমদ। তিনি বলেন, ব্যাটসম্যানদের কারণেই শেষ ম্যাচে এমন অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে।

আরো সংবাদ