মহেশখালীতে নানা অজুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-২২ ১৪:৪০:৩৮

মহেশখালীতে নানা অজুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ !

আ ন ম হাসান, মহেশখালী:IMG_20171022_163706 বিগত ১৫ জানুয়ারী মহেশখালী উপজেলা হলরুমে অনুষ্টিত দূর্নীতি বিরোধী গন শুনানীতে মহেশখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম  যখন গ্রাহকদের একেক অভিযোগে বিপর্যস্ত ৷ তখন তিনি সভাস্থলে মৌখিকভাবে মুচলেকা দেন যে, এখন হতে অযথা কোন বিদ্যুৎ গ্রাহকদের হয়রানী করা হবেনা ৷ প্রতিদিন কয়ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে, কয়ঘন্টা লোডশেডিং হবে তা মাইকিং করে জানিয়ে দেওয়া হবে ৷ যদি কোন ইমার্জেন্সি হয় তাহলে স্থানিয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে ৷ পাশাপাশি প্রতিমাসের বিদ্যুত সরবরাহের হিসাব গণমাধ্যম সহ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে  পৌছে দেওয়া হবে ৷ কিন্তু  যেই ঘোষনা  সেই ১৫ই জানুয়ারী পর্যন্ত সীমাবদ্ধ ছিল ৷ বাস্তবে এখন তার উল্টো ৷  মহেশখালীতে পল্লী বিদ্যুতের অনবরত লোডশেডিংয়ের  কারণে জনজীবন এখন অতিষ্ঠ প্রায় ৷ দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুত থাকেনা এ দ্বীপে। যার কারণে দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যায় পড়ছে এতদাঞ্চলের  মানুষ। ২১ অক্টোবর বাতাসে বিদ্যুতের ১৭টি খুটি মাটিতে পড়ে যাওয়ায় টানা ৭২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ২২ অক্টোবর মাইকিং করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এদিকে বিভিন্ন অযুহাতে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বলে স্থানীয়রা দাবী করছে। জানা যায়, বিগতবিগ ২৭শে এপ্রিল মহেশখালী উপজেলাকে  ডিজিটাল দ্বীপ ঘোষণা করে উদ্ভোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল মহেশখালী মানে তথ্য প্রযুক্তি নির্ভর মহেশখালী। আর এসব তথ্য প্রযুক্তির ব্যবহারে প্রয়োজন বিদ্যুৎ এর। কিন্তু দুঃখের বিষয় দিনের ২৪ঘন্টার মধ্যে ২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকে না এখানে। গত ০২ বছরেরর অধিক সময় ধরে বিভিন্ন অযুহাতে লোডশেডিং  দিচ্ছে পল্লী বিদ্যুৎ। এছাড়াও একটানা বিদ্যুৎ সরবরাহ না দিয়ে দিনে প্রায় ১০/১২ বার লোডশেডিং  দিচ্ছে বলে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়। পল্লী বিদ্যুৎ গ্রাহক রুবেল , ফারুক, এনাম সহ একাধিক ব্যক্তি আরো জানায়, ডিজিটাল আইল্যান্ড মহেশখালীতে বাংলাদেশ সরকারের সহযোগীতায় কুরিয়ান টেলিকম ও আইওএম বিভিন্ন তথ্য প্রযুক্তি নির্ভর প্রজেক্ট হাতে নিয়েছে। তারা এর মধ্যে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানেআধুনিক সুযোগ সুবিধা সম্বলিত  ব্রডব্যান্ড  ইন্টারনেট সংযোগ চালু করেছে। কিন্তু টানা বিদ্যুৎ না থাকায় এর সুবিধা ভোগ করতে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের। কেননা, বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সরবরাহ বন্ধ থাকে। ফলে প্রাপ্ত সুবিধা ভোগে বঞ্চিত হচ্ছে এখানকার জনসাধারণ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরো অনেকে জানায়, ডিজিটাল মহেশখালীর সুযোগ সুবিধা ভোগের জন্য আমাদের নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যতায় ডিজিটাল মহেশখালীর বাসিন্দা পরিচয় দিতে আমাদের লজ্জ্বাবোধ করে। আমরা বর্তমানে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী ঘোষনার পূর্বে যেমন ছিলাম ঠিক তেমনই আছি বলে মনে হচ্ছে। একমাত্র পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে আমরা ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এর পরিত্রাণ চাই। সাগর, রহিম, আজিজ সহ কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানা যায়, লোডশেডিংয়ের  পাশাপাশি বিনা নোটিশে অনেক সময় টানা ২/৩দিন বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটেছে বহুবার। বিদ্যুতের এরূপ যন্ত্রনার কারণে ফ্রিজে রাখা বিভিন্ন খাদ্য দ্রব্য নষ্ট হয়ে গেছে অনেকবার। এমনকি লোডশেডিংয়ের  তীব্রতার কারণে উপজেলার অনেক এলাকায় টিভি, ফ্রিজ, মোবাইল ফোন সহ ইত্যাদি ইলেক্ট্রনিক্স  যন্ত্রপাতি নষ্ট হয়েছে বলে সূত্রে জানা যায়। তীব্র লোডশেডিংয়ের কারনে মহেশখালী হাসপাতালে চিকিৎসারত রুগীদের বেহাল অবস্থা হয়ে পড়েছে ৷ বৈদ্যুতিক সমস্যার কারণে অনেক ইমার্জেন্সির রুগীকে চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে ৷ নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে সংরক্ষিত অনেক মূল্যবান ইন্জেকশন ও ঔষধ সামগ্রী ৷  নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তা বলেন, মহেশখালীতে যোগদানের পর থেকে বিদ্যুতের লোডশেডিং নামক যন্ত্রনায় আছি। এখানে বিদ্যুৎ না থাকাটা স্বাভাবিক বরং একটানা কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকলেই অস্বাভাবিক বলে মনে হয়। আর প্রশ্ন জাগে হঠাৎ পল্লী বিদ্যুৎ এতক্ষণ বিদ্যুৎ সরবরাহ দিয়েছে কেন?  এদিকে এলাকাবাসী জানায়, ২১ অক্টোবর আকাশের অবস্থা খারাপ ছিল সত্য। কিন্তু বাতাসের গতিবেগ স্বাভাবিক ছিল। এই বাতাসের গতিবেগে পল্লী বিদ্যুতের ১৭টি খুটি পড়েছে তা অবিশ্বাস্য ও হাস্যকরও বঠে। কেননা, অনূরূপ সমস্যা জেলার কোথাও হয়েছে বলে আমাদের জানা নাই। এটা মহেশখালীর দৈনন্দিন জীবনের নিয়মিত ঘটনা। সুমন নামে এক ব্যক্তি জানায়, ঐ দিনের সৃষ্ট বাতাসে আমার বাড়ির ঘেরা বেড়ার একটা খুটিও হেলে পড়েনি। আর এখন শুনলাম পল্লী বিদ্যুতের অনেক খুটি পড়েছে। তাহলে কি এতদিন ঝুঁকিপূর্ণ খুটি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করেছে তারা।  মাইকিংয়ের বিষয়ে অনেকে ব্যাঙ্গ করে বলেন, পল্লী বিদ্যুত সমিতিকে  কখনো মাইকিং করতে আমরা শুনিনি ৷ কিন্তু মহেশখালীতে আজ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের আগমনের ফলে আজ মাইকিং করা হয়েছে ৷ কারণ, আজ মহেশখালীতে বিভিন্ন বিদেশী প্রতিনিধি দল এবং তাদের সাথে সরকারী কর্মকর্তারা মহেশখালীতে আসেন ৷ পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনের স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ ছিল ৷ তাই এদের এই লোক দেখানো প্রচারনা ৷ এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ এর ডিজিএম বলেন, ২১ অক্টোবর খারাপ আবহাওয়ার কারণে বাতাসের তীব্র গতিবেগে ইলিশিয়া নামক স্থানে প্রধান লাইনের ১৭টি খুটি পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কাজ করতে প্রায় ৭২ ঘন্টা লাগতে পারে। লোডশেডিংয়ের   বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে সাব স্টেশের কাজ হচ্ছে তাই মহেশখালীতে লোডশেডিংয়ের কাজ হচ্ছে। সাব স্টেশনের  কাজ সম্পন্ন হলে মহেশখালীতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

আরো সংবাদ