কক্সবাজার টু মহেশখালী ফেরি সার্ভিসের ড্রেজিং কাজ শুরু - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-৩০ ১৪:৩১:৫৯

কক্সবাজার টু মহেশখালী ফেরি সার্ভিসের ড্রেজিং কাজ শুরু

আ.ন.ম হাসান মহেশখালী: IMG_20171030_160004পাহাড়ী দ্বীপ খ্যাত কক্সবাজারের মহেশখালী দ্বীপটির সৃষ্টি থেকে একালে পর্যন্ত অগনিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে বর্তমান সরকার ৷বহুদিনের লালিত স্বপ্নের সূচনা হয়েছে কক্সবাজার টু মহেশখালী সরাসরি জনসংযোগের স্বপ্ন দোয়ার বাঁকখালী নদীতে ফেরির ড্রেজিংয়ের কাজ ৷ বহুদিন ধরে ফেরি সার্ভিস চালু করতে সরকারের সংশি¬ষ্ট দপ্তরে দাবী জানিয়ে আসছিল মহেশখালীর কর্মরত সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক, ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ৷ অবশেষে অতিথের গণ দাবী ড্রেজিং কার্যক্রমে হাত দিয়েছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তরের দায়ীত্ব প্রাপ্ত সোনালী ড্রেজার লিঃ৷ চলতি সপ্তাহে মহেশখালী জেটির পশ্চিম পার্শ্ব হয়ে ড্রেজিং কতৃপক্ষের মালামাল, সরাঞ্জামাদি , মজুদ করে বাংলাদেশ নৌবাহিনীর ইন্জিনিয়ারিং ডক ইয়ার্ডস ৷বি আই ডাবি¬উ টি এর সুত্রে জানায়, প্রাথমিক পর্যায়ে মহেশখালী দ্বীপের জেটি সংলগ্ন নদীর মুখ থেকে পশ্চিম মুখি হয়ে প্রায় দুই কিলোমিটার খাল ড্রেজিং করা হবে ৷ড্রেজিংয়ের পরবর্তী ফেরি কতৃপক্ষ র্যাম টার্মিনাল ও আনুষংগিক স্হাপনা তৈরি করবে ৷বর্তমান সময়ে দ্রুত কাজ বাস্তবায়ন করতে গেলে ড্রেজিং করা মাটি অন্যত্র প্রতি স্থাপনের জায়গা করতে হবে, পাশাপাশি আবহাওয়া জনিত সমস্যা না হলে স্বল্প সময়ের মধ্যে ড্রেজিং কাজ সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন৷ ড্রেজার ও মাটি কাটার স্কেলেবেটর মহেশখালী জেটি ঘাটের সাথে যুক্ত হওয়ায় এতদঞ্চলের সকল শ্রেনীর মানুষের মাঝে এক প্রকার আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় ৷তারা স্থানিয় সাংসদ আশেক উল¬াহ রফিক ও পৌর মেয়র মকছুদ মিয়ার পূর্বে ঘোষিত কর্মকান্ডের অগ্রগতির পথ এবং মহেশখালীর প্রধান সমস্যা সমাধানের আলোর পথ দেখেছে বলে মন্তব্য করেন ৷ পাশাপাশি এটাও প্রত্যাশা করেন যে, শুরু হওয়া ড্রেজিং কর্মসূচীর সাথে ফেরি সংযোগ স্থাপনের সফল সমাপ্তি যেন দ্রুততার সাথে সম্পন্ন হয় ৷ পাহাড় বেষ্টিত মহেশখালীর জেটি ঘাট সংলগ্ন খাল দীর্ঘদিন যাবত পলি মাটি দ্বারা ভরাট হওয়ায় ভাটার সময় নারী পুরুষ, শিশু বৃদ্ধ, গর্ভবতী মহিলা ও অসুস্থ রুগীদের স্বাভাবিক যাতায়াতে দূর্বিসহের অন্ত ছিলনা ৷ফলে বারংবার সরকারের সংশি¬ষ্ট দপ্তরে মহেশখালী বাসীর প্রধান সমস্যা কক্সবাজার টু মহেশখালী নৌ রুটে ফেরি ঘাট স্থাপন করার জন্য দাবী জানিয়ে আসছিল এতদঞ্চলের চার লক্ষ জনতা ৷ ইতিপূর্বে মহেশখালী টু কক্সবাজার ফেরি সার্ভিস স্থাপনের লক্ষ্যে একাধিক টিম, ভূমি, ট্যাকনিক্যাল বিষয়ে জরীপ ও সম্ভাব্যতা যাচাই করেন ৷অবশেষে সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষাপটে সোনালী ড্রেজার কাজটি বাস্তবায়ন করছে ৷ এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু কালাম জানান, মহেশখালী দ্বীপকে ঘিরে বসবাসরত জনগোষ্ঠির প্রধান সমস্যা নিরসনে সরকার ফেরি কার্যক্রম শুরু করেছে ৷ আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে ড্রেজিং সম্পন্ন হবে, এবং ছয় মাসের মধ্যে ফেরি সার্ভিস চালু করা যেতে পারে ৷ফেরি সার্ভিস চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে জনসাধারণের যাতায়াত, ব্যাবসা বানিজ্য ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে ৷ এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যন হোসাইন ইব্রাহিম বলেন, বর্তমান সরকারের আমলে জনগনের কাঙ্খিত প্রত্যাশা পূরনে ফেরি ঘাট অতি দ্রুত বাস্তবায়ন হলে মহেশখালীর সকল শ্রেনী পেশার মানুষের জীবনের মান উন্নয়ন ঘটবে ৷মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া বলেন, মহেশখালী দ্বীপের মানুষের কষ্ট লাঘবে স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ড, আভ্যন্তরিণ নৌ পরিবহন অধিদপ্তর, ও ভূমি মন্ত্রনালয় সহ উচ্চ পর্যায়ের একান্ত প্রচেষ্টায় ড্রেজিং ও ফেরি সার্ভিসের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আমি মেয়র হিসেবে এ ফেরি সার্ভিসের কাজ শুরু হতে শেষ পর্যন্ত সম্পন্ন করতে মহেশখালীর সকল নাগরিকের সহযোগীতা কামনা করছি ৷সকলের সহযোগীতা থাকলে অতি দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করা যাবে ৷

আরো সংবাদ