ফের ৩ শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১১-২১ ১৫:০৮:৩৯

ফের ৩ শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ

মাহফুজুর রহমান মাসুম টেকনাফ:cox. teknaf-10-11-2017(1) মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩ শতাধিক রোহিঙ্গা টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে। আজ ২১ নভেম্বর টেকনাফ শাহাপরীর দ্বীপের জালিয়াপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও নাইট্যংপাড়া সীমান্ত থেকে ৩ শতাধিক রোহিঙ্গা এপারে ঢুকেছে। এছাড়া হারিয়াখালী এলাকা থেকে প্রতারণা করে পুনরায় রেশন কার্ড নিতে যাওয়ায় ১০ রোহিঙ্গাকে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেছে সেনা সদস্যরা। হারিয়াখালী ভাঙ্গা এলাকায় শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কারী রোহিঙ্গাদের গণনাকারী আইওএম এর জসিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে ২৬৩ জন রোহিঙ্গা এপারে এসেছে। হারিয়াখালী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা তাদেরকে মানবিক সহায়তা পূর্বক রোহিঙ্গা শিবিরগুলোতে প্রেরন করেছে। পাশাপাশি গভীর রাতে ট্রলারে করে বঙ্গাপসাগর হয়ে আসা ৭০ জন রোহিঙ্গা নারী পুরুষ এপারে ঢুকে টেকনাফ বাস স্ট্যান্ডের বিপরীত পাশে আবু ছিদ্দিক মার্কেটে জড়ো হয়েছিলেন। পরে টেকনাফ থানা পুলিশ তাঁদেরকে সেনাবহিনীর ক্যাম্পে প্রেরণ করা হয়। ক্যাম্পে নিবনন্ধন ও তালিকাভুক্ত করা হবে বলে জানাগেছে।
পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের অমানবিক অত্যাচারের মধ্যে খাদ্য ও কাজ কর্ম না থাকায় তারা এপারে চলে এসেছেন। পালিয়ে আসা রোহিঙ্গারা বুচিডং পেরুল্লা, পুইখালী, তিতুকপাড়া, ইয়ংসং, হরমোড়া পাড়াসহ বিভিন্ন এলাকার। এসব এলাকার দিয়ে এক সাথে ৪ থেকে ৫ হাজার রোহিঙ্গা বের হয়েছিল। গত দুইদিনে ৫ শতাধিক রোহিঙ্গা এপারে আসতে পারলেও বাকিরা ডংখালী চর ও গর্জনদিয়া চড়ে এপারে আসার জন্য অপেক্ষা করছে। এদিকে মঙ্গলবার সকালে সেনা সদস্যরা সাবরাং হারিয়াখালী নতুন আসা রোহিঙ্গাদের এন্ট্রি পয়েন্ট থেকে ১০ জন রোহিঙ্গাকে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেছে। টেকনাফ থানার পরিদর্শক তদন্ত শেখ আশরাফুজ্জামান  জানান, এইসব রোহিঙ্গা আরো আগে বাংলাদেশে আসলেও তারা পুনরায় রেশন পাওয়ার লোভে হারিয়াখালী এলাকায় গিয়ে ভীড় করছিল। তাদেরকে সন্ধায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে প্রেরন করা হয়েছে।

আরো সংবাদ