৭ লক্ষাধিক রোহিঙ্গা বায়োমেট্রিকে নিবন্ধিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১১-২৯ ১৬:১০:২৯

৭ লক্ষাধিক রোহিঙ্গা বায়োমেট্রিকে নিবন্ধিত

মিয়ানমারে জাতিগত নিধনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ৭ লাখেরও বেশি রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

 

বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতর।

উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি সেন্টারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতর।

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন জানান, বুধবার পর্যন্ত ৭ লাখ ২ হাজার ১০৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

যতদিন পর্যন্ত মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকবে ততদিন বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) মো. আবুল কালাম জানান, মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার। এছাড়া আগের ২ লাখ ৪ হাজার ৬০ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন বলেও জানান তিনি।

আরো সংবাদ