সড়কে একের পর এক বাঁক, দুর্ঘটনায় বাড়ছে লাশের মিছিল - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-০৩ ১২:২১:০২

সড়কে একের পর এক বাঁক, দুর্ঘটনায় বাড়ছে লাশের মিছিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ের দিঘী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী হাই-এস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। মাইক্রোবাসের চালককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নেয়া হলে তারও মৃত্যু ঘটে। এই মহাসড়কটি একটা মৃত্যুর ফাঁদ। এখানে ক্রমশই বাড়ছে লাশের মিছিল। অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার ভেল্লাপাড়া থেকে দোহাজারী পর্যন্ত ৪৯টি বাঁক রয়েছে। প্রতিটি বাঁকই বেশ ঝুঁকিপূর্ণ। আর এসব বাঁকেই ঘটে দুর্ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীতমুখী যানগুলো বাঁকেরমুখে আসার পর একে অপরকে দেখতে পায় না। ফলে প্রতিদিনই এ সড়কে বাড়ছে লাশের মিছিল। এর আগেও সড়ক বিভাগ ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করার প্রকল্প হাতে নেয়। কিন্তু ঠিকাদারদের অবহেলায় প্রকল্পটি ২০০৮ সালে ভেস্তে যায়। এতে ৬৮ কোটি টাকা ব্যয়ে পটিয়া বাইপাস সড়ক প্রকল্প নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে থাকলেও বাঁক সোজাকরণ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। ফলে একের পর এক দুর্ঘটনায় এ সড়কে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে।

আরো সংবাদ