অবৈধ ৮৮২ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৫-২৯ ১৭:০১:১৯

অবৈধ ৮৮২ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

নিউজ  ডেস্ক  :  তিনদিনে সারাদেশে অনিবন্ধিত ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকায়ই ১৬৭টি অনিবন্ধিত স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ায় অভিযান শুরু হয়েছে। যা চলমান থাকবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে রোববার (২৯ মে) জানানো হয়, ঢাকায় ১৬৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে বন্ধ হয়েছে ১২টি। এছাড়া চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪, ময়মনসিংহে ৯৬, বরিশালে ৫৯, সিলেটে ৩৫ ও খুলনায় ২০৪টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই অভিযান শুরু হয়।

আরো সংবাদ