আতশবাজি থেকে আগুন : ৩ বসতবাড়ি পুড়ে ছাঁই - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০১-২৮ ২০:০৩:৫০

আতশবাজি থেকে আগুন : ৩ বসতবাড়ি পুড়ে ছাঁই

জসিম সিদ্দিকী : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় আতশবাজি থেকে আগুনে লেগে তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে হৃীলা এলাকার উত্তর রোজারঘোনার রহমত করিমের বাগদান অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লাগা আগুনে সৈয়দ করিম, আকতার হোসেন ও আব্দুল শুক্কুরের বাড়ি পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ।

স্থানীয়রা জানায়, এ আগুনের সূত্রপাত হয়েছে আতশবাজি থেকে। এই ধরণের আতশবাড়ি বন্ধ না করা গেলে বিভিন্ন সময় অসময়ে এ ধরণের আগুনের সূত্রপাত আরও হতে পারে। এতে প্রতিবেশি গরীব মানুষের বাড়িঘর পুড়ে নিঃস্ব হয়ে যাচ্ছ। এসব আতশবাজি বন্ধ করার জন্য জোর দাবী জানিয়েছেন তারা ।

ক্ষতিগ্রস্থ সৈয়দ করিম বলেন, বাগদান অনুষ্ঠানে একের পর এক আতশবাজি ফাটানো হচ্ছিল। সেখান থেকে বসতঘরে আগুন লাগে। পরে একে একে তিনটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি ঘরই সম্পূর্ণ পুড়ে গেছে।

বশির আহমদ আরও বলেন, প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ