উখিয়ার মনখালীতে জায়গার দখল ছাড়তে চাঁদা দাবী! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৮-০৯ ১২:৫২:০৬

উখিয়ার মনখালীতে জায়গার দখল ছাড়তে চাঁদা দাবী!

বার্তা পরিবেশক : কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালীর কোনার পাড়াতে জমি বিক্রি করার পর দখল ছাড়তে চাইছে না কতিপয় মালিক। এ ঘটনায় রত্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। জানাগেছে, হাজী মোহাম্মদ শরীফের ছেলে রফিকুল হুদা ২০১১ সালে উখিয়া সাব রেজিষ্ট্রার অফিসে ৩২২৬ ও ২০০৬ নং দলিল মূলে ৮০ শতক নাল জমি ক্রয় করে। এতে সৃজিত খতিয়ান ও চুড়ান্ত রয়েছে। ক্রয়কৃত জমিতে দোকান নির্মানের জন্য মাটি ভরাট করলে জনৈক আবুল হোছন, ছৈয়দ আলম, শফি উল্লাহ, রফিক উল্লাহ, ছৈয়দ আলম ও ছৈয়দ করিম এসে জমির মালিক রফিকুল হুদা থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিলে জমিতে দোকান ঘর নির্মাণ ও চাষাবাদ করতে পারবে। চাঁদা না দিলে কিছু করতে পারবে না বলে জানায় শফি উল্লাহ ও রফিক উল্লাহ গং। তারা জমি প্রকৃত মালিককে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। বিষয়টি রফিকুল হুদা জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের অবগত করলেও কোনো কাজ হয়নি। অবশেষে ভুক্তভোগি রফিকুল হুদা নিরুপায় হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ফারুক জানান, তাদের বিরুদ্ধে প্রায় ১০টির মত অভিযোগ আমার কাছে তদন্তধীন আছে।

আরো সংবাদ