কক্সবাজারে আবারও বেড়েছে করোনা সংক্রমণ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৬-২২ ০৪:৩২:১৮

কক্সবাজারে আবারও বেড়েছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : সীমান্ত জেলা কক্সবাজারে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। গেল সোমবার (২১ জুন) কক্সবাজারে ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জানাগেছে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গেল সোমবার ৬১৯ জনের নমুনা টেস্ট করে ৭১ জনের শরীরে কভিড ১৯ পাওয়া যায়। বাকী ৫৪৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া কক্সবাজার কন্ঠকে জানান, সোমবার শনাক্ত হওয়া ৭১ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। নতুন শনাক্ত হওয়া ৬৭ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২৪ জন রোহিঙ্গা শরনার্থী।

এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ২০ জন, উখিয়া উপজেলায় ১০ জন, টেকনাফ উপজেলার ৭ জন, চকরিয়া ২ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং মহেশখালী উপজেলার ৩ জন রোগী রয়েছে।

এনিয়ে, ২১ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১১ হাজার ৪৯৮ জন। এর মধ্যে, গত ২০ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১২১ জন। তারমধ্যে, ২০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.০৬%।

এদিকে, গত ২০ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১০ হাজার ৩১৫ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০ ভাগ।

এ অবস্থায় কক্সবাজারে বিমান পরিবহণ চালু করা এবং সীমিত পরিসরে আবাসিক হোটেল খুলে দেওয়ার সিন্ধান্তকে আতœঘাতী সিন্ধান্ত বলে মন্তব্য করেছেন কভিড-১৯ পরিস্থিতি নিয়ে গবেষণা করেন এমন একজন গবেষক। নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত গবেষক বলেছেন, সার্বিক করোনা পরিস্থিতির কারনে কক্সবাজার জেলার করোনা সংক্রামণ প্রতিরোধে এই ধরণের সিন্ধান্ত পূণ: বিবেচনা করা উচিত।

 

আরো সংবাদ