জ্বালানি তেলের দাম বাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৮-০৮ ১৩:০৩:২৯

জ্বালানি তেলের দাম বাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিউজ  ডেস্ক  :  জ্বালানি তেল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে জ্বালানি সচিব, জ্বালানি উপসচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদি করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

তিনি জানান, রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে শুক্রবার রাতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ওই দিন রাত ১২টার পর থেকে এখন থেকে ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪  টাকা,  অকটেন ১৩৫  টাকা ও পেট্রল ১৩০ টাকা লিটার দরে বিক্রির ঘোষণা আসে।

দাম বৃদ্ধির এ ঘোষণায় প্রতি লিটার ডিজেলের ৩৪, কেরোসিনের ৩৪, অকটেনের ৪৬ এবং পেট্রলের ৪৪ টাকা দাম বাড়ে।

পরদিন শনিবার ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার ও গণপরিবহন মালিক সমিতি। প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।  সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে আট টাকার ঘোষণা আসে।

আরো সংবাদ