টিকায় মিলবে ওমিক্রন থেকে সুরক্ষা বলছেন হু’র প্রধান বিজ্ঞানী - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১২-০৪ ০৬:০৪:০৩

টিকায় মিলবে ওমিক্রন থেকে সুরক্ষা বলছেন হু’র প্রধান বিজ্ঞানী

টিকায় মিলবে ওমিক্রন থেকে সুরক্ষা বলছেন হু’র প্রধান বিজ্ঞানী

নিউজ  ডেস্ক :   ওমিক্রনের ক্ষেত্রে টিকার কিছু প্রভাব আছে। আক্রান্তরা অসুস্থ হচ্ছে না। এর মানে টিকা এখনও সুরক্ষা দিচ্ছে। আমরা আশা করব, টিকা সুরক্ষা দিয়ে যাবে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। শুক্রবার সংবাদমাধ্যম রয়টার্সকে এ কথা বলেন তিনি।

রয়টার্স নেক্সট কনফারেন্সে এক সাক্ষাৎকারে স্বামীনাথন বলেন, ‘করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে খুব সংক্রামক বলে মনে হচ্ছে। আমাদের কতটা উদ্বিগ্ন হওয়া উচিত? আমাদের আতঙ্কিত নয়, প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। কারণ আমরা ১ বছর আগের থেকে ভিন্ন পরিস্থিতিতে আছি।’

নতুন এ ভ্যারিয়েন্টের আবির্ভাব অনাকাঙ্খিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘টিকার কারণে বিশ্ব আরও ভালভাবে প্রস্তুত ছিল। আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি, এটি মৃদুই হবে। তবে ভ্যারিয়েন্টটির বিষয়ে সামগ্রিকভাবে উপসংহারে আসার সময় এখনও আসেনি।’

স্বামীনাথন আরও বলেন, ‘বিশ্বব্যাপী ৯৯ শতাংশ সংক্রমণের জন্য ডেল্টা দায়ী। এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং বিশ্বব্যাপী প্রভাবশালী হওয়ার জন্য ওমিক্রনকে আরও সংক্রামক হতে হবে। এটি ঘটা সম্ভব। তবে এ নিয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।’

ডব্লিউএইচও’র শীর্ষ বিজ্ঞানী আরও বলেন, ‘ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় আগের তুলনায় ৩ গুণ বেশি সংক্রমণ ঘটাচ্ছে বলে মনে হচ্ছে। এর অর্থ এটি আগের সংক্রমণের ফলে তৈরি প্রাকৃতিক ইমিউনিটিকে কিছুটা ফাঁকি দিতে সক্ষম।’

প্রতি বছর বুস্টার টিকার প্রয়োজন হবে কি না জানতে চাইলে স্বামীনাথন বলেন, ‘ডব্লিউএইচও সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে একটি অতিরিক্ত ডোজের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।’

আরো সংবাদ