পাথরঘাটায় একটি মাছ ৪ লাখ ৬২ ৭০০ টাকায় বিক্রি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৭-২৪ ১৩:০০:২৪

পাথরঘাটায় একটি মাছ ৪ লাখ ৬২ ৭০০ টাকায় বিক্রি

প্রতিনিধি পাথরঘাটা (বরগুনা) : গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। ওই মাছ বিক্রি করা হয়েছে ৬ লাখ ৬১ হাজার টাকা মন হিসেবে ২৮কেজি মাছ ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায়। শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন খুলনার মৎস্য ব্যাবসায়ী মো. জুয়েল।

 

মাছুম কোম্পানীর মালিকানা এফবি আলাউদ্দিন হাফিজ-৪ ট্রলারের মাঝি আবু জাফর বলেন গভীর সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করতে থাকি হঠাৎ জালে টান পরে ট্রলার ঘুরে যায় তাই জাল টানা শুরু করি।

জাল টেনে দেখি বিশাল ভোল মাছ তাৎক্ষনিক আমরা আর দেড়ি না করে দ্রুত ঘাটে চলে আসি। শনিবার সকাল থেকেই মাছ প্রকাশ্য ডাক শুরু হলে দুপুর ১২টার দিকে ওই মাছটি ৬ লাখ ৬১ হাজার মন দরে ২৮ কেজি মাছ ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের(পদিনা অথবা বায়ুথলি) চাহিদা অনেক বেশি। জানা গেছে, এ মাছের বালিশ (পদিনা) বিদেশে রপ্তানি করা হয়।

এ ব্যাপারে জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিত কুমার দে বলেন ভোলমাছ ও সোনা বাইনমাছের এয়ারব্লাডার(বায়ুথলি) খুবই দামি এগুলো বিদেশে রপ্তানি হয় এবং বিশেষ ঔষধ তরীতে ব্যাবহার করা হয়।

আরো সংবাদ