মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৫-১৯ ১১:০৫:৩৮

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে বঙ্গোপসাগর থেকে ১২ নারী ও ১ শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাতে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, নিয়মিত টহল দল সাগরে টহল দিচ্ছিল। এমন সময় সবুজ রংয়ের একটি ইঞ্জিন নৌকাকে দ্রæত পার হতে দেখা যায়। তাদেরকে থামতে সংকেত দেয়া হলেও তারা নির্দেশনা মানেনি। পরে তাড়া করে নৌকাটিকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। উদ্ধার রোহিঙ্গা এবং তাদের পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় নৌবাহিনী।

এ বিষয়ে নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম জানান, আটক ব্যক্তিরা বুধবার রাতে দালালচক্রের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিল। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরো সংবাদ