রোহিঙ্গা সংকট সমাধানে তৎপর যুক্তরাষ্ট্র-মার্কিন সহকারী সচিব - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-১২-০৫ ১৪:০০:১০

রোহিঙ্গা সংকট সমাধানে তৎপর যুক্তরাষ্ট্র-মার্কিন সহকারী সচিব

নিজস্ব  প্রতিবেদক :  রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র তৎপর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সফররত জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সচিব জুলিয়েটা ভালস নোয়েস।

আজ সোমবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এদিন সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় নোয়েসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।

এ সময় নোয়েস, ক্যাম্প প্রশাসনসহ বিভিন্ন দেশীয়-আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

মতবিনিময়কালে নোয়েস বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মার্কিন অংশীদাররা।’

পরে বালুখালী ৮-ইস্ট ক্যাম্পের ওয়াচ টাউয়ারে রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ শেষে ক্যাম্প এলাকা ত্যাগ করে প্রতিনিধিদলটি।

আরো সংবাদ